সাম্প্রতিক আগুন
অ্যালবার্ট অশোক
আকাশে আগুন বুড়ো ছড়িয়ে দিচ্ছে তাপ
বেজায় ক্ষেপে লাল বুড়ো জ্বলছে হলায়
কেনরে আগুনে, কিসে তোর এত রাগ
সময় চলছে পালিয়ে, কাকে ধরে খায়।
গ্রাম গঞ্জ জুড়ে রাজা হাঁটে, রাজার পা ভারী
শূন্য হয়ে গেছে মন, কেঁদে কেঁদে কেমনে বাঁচি
ঘটি বাটি শুনশান্, বারান্দায় শুকনো আঁচল
এখানে ওখানে দেখছি শব আর ভনভন মাছি।
তুই যত নস্টের গোড়া আগুনে মাথা, অশান্তি
পড়তে টেবিলে যাসনা, কলমে বিদ্যুতের ঝলকানি
লাল রং দিয়ে ওরা কী করে হাটে, ঘাটে আঁকে
এত ভয়ঙ্কর ছবি, হিংসা, সন্ত্রাস, হানাহানি।
আকাশ থেকে দেখ বুড়ো, আগুন কী আহ্লাদ
তড়পানিতে বসতি জ্বলে, টানটান শ্লোগান
তূষের তলায় ধিকিধিকি, পোড়া লাশ আজাদ
এত জল কত দল, একটা প্রাণাধিক বাগান।
ধোঁয়া উঠে মেঘ হয়ে আকাশে, সাদা না কালো
আমার স্বপ্নে আশা চলে, নদী ঘোরে বাঁকে
শিশু তাকায় ডাগর চোখে, তাকে বাঁচান--
ওরে নির্লজ্জ, পোড়াসনা শহরগ্রামের এই সভ্যতাকে।
২২ শে সেপ্টেম্বর ২০১০
অ্যালবার্ট অশোক
আকাশে আগুন বুড়ো ছড়িয়ে দিচ্ছে তাপ
বেজায় ক্ষেপে লাল বুড়ো জ্বলছে হলায়
কেনরে আগুনে, কিসে তোর এত রাগ
সময় চলছে পালিয়ে, কাকে ধরে খায়।
গ্রাম গঞ্জ জুড়ে রাজা হাঁটে, রাজার পা ভারী
শূন্য হয়ে গেছে মন, কেঁদে কেঁদে কেমনে বাঁচি
ঘটি বাটি শুনশান্, বারান্দায় শুকনো আঁচল
এখানে ওখানে দেখছি শব আর ভনভন মাছি।
তুই যত নস্টের গোড়া আগুনে মাথা, অশান্তি
পড়তে টেবিলে যাসনা, কলমে বিদ্যুতের ঝলকানি
লাল রং দিয়ে ওরা কী করে হাটে, ঘাটে আঁকে
এত ভয়ঙ্কর ছবি, হিংসা, সন্ত্রাস, হানাহানি।
আকাশ থেকে দেখ বুড়ো, আগুন কী আহ্লাদ
তড়পানিতে বসতি জ্বলে, টানটান শ্লোগান
তূষের তলায় ধিকিধিকি, পোড়া লাশ আজাদ
এত জল কত দল, একটা প্রাণাধিক বাগান।
ধোঁয়া উঠে মেঘ হয়ে আকাশে, সাদা না কালো
আমার স্বপ্নে আশা চলে, নদী ঘোরে বাঁকে
শিশু তাকায় ডাগর চোখে, তাকে বাঁচান--
ওরে নির্লজ্জ, পোড়াসনা শহরগ্রামের এই সভ্যতাকে।
২২ শে সেপ্টেম্বর ২০১০


No comments:
Post a Comment